আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইআইইউসি

আইআইইউসির অটাম-২০২৪ সেশন: আগামীকাল ওরিয়েন্টেশনে প্রায় ১৮০০ শিক্ষার্থীর বরণ


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল ৭ জুলাই (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ১১টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আরও পড়ুন আইআইইউসিতে ব্যবসায় প্রশাসন বিভাগের নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি থাকবেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রোগ্রামে সভাপতিত্ব করবেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

এছাড়া অনুষ্ঠানে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দসহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা এ প্রোগ্রামে উপস্থিত থাকার কথা রয়েছে। আইআইইউসির ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে ১৮০০ এর বেশী নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর