অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ ‘ডেভেলপিং জার্নালিস্টিক স্কিলস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করেছে আইআইইউসির মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড অ্যাডভারটাইজম্যান্ট কমিটি। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘বর্তমান বিশ্ব ইনফরমেশন বা তথ্যের বিশ্ব। এই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করে মিডিয়া এবং এই মিডিয়ায় নেপথ্যে থাকে জার্নালিস্টরা। আমি আইআইইউসি মিডিয়া, প্রেস, পাবলিকেশন ও অ্যাডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান ও অন্যান্যদেরকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আশা করি আমাদের শিক্ষার্থীরা আজকের এই আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারবে, যা তারা তাদের জীবনে কাজে লাগাতে পারবে। আইআইইউসির মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড অ্যাডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, কন্ট্রোলার প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। ওয়ার্কশপে বিষয় ভিত্তিক স্পীকার ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, দৈনিক সমকালের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও ব্যুরো প্রধান সারোয়ার সুমন, দৈনিক পূর্বকোণের হেড অব অনলাইন ও চিফ রিপোর্টার মো. সাইফুল আলম। বিষয় ভিত্তিক স্পীকারবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিকতার বেসিক বিষয় সমুহের উপর আলোকপাত করেছেন। তাদের বক্তব্যে টিভি সাংবাদিকতা, প্রিন্ট মিডিয়া ও অনলাইন ভিত্তিক সাংবাদিকতাসহ জার্নালিজমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসময় জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। অনুষ্ঠানের সভাপতি জনাব খালেদ মাহমুদ তার বক্তব্যে বলেন, ‘আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয় সমূহের উপরও জ্ঞান রাখুক। এ কারনেই মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড অ্যাডভারটাইজম্যান্ট আজকের এই ওয়ার্কশপের আয়োজন। আমি ওয়ার্কশপে আগত সকল অতিথিবৃন্দ, বিষয় ভিত্তিক স্পীকারবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’ ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি এলস ক্লাবের সভাপতি ড. মুহাম্মদ আজিজুল হক। আইআইইউসির এসল ক্লাবের সমন্বয়ে ডিপার্টমেন্টস ক্লাবসমূহের সভাপতি ও সদস্য সচিব সহ প্রায় ৩শ’ মনোনীত ছাত্র-ছাত্রী এই ওয়ার্কশপে অংশগ্রহন করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আজম চৌধুরী, এলস ক্লাবের সাদিয়া বিন্তে শাহীন, নওরীন রশীদ ও তানবীন ইরফাত। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
Leave a Reply