আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসিতে ব্রুনাইয়ের হাইকমিশনারকে সংবর্ধনা

ব্রুনাইয়ের হাইকমিশনারকে সংবর্ধনা আইআইইউসির


অনলাইন ডেস্কঃ ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারসি বনি ওসমানকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কতৃপক্ষ। রবিবার (২২ অক্টোবর) আইআইইউসির ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমশিনার। এসময় তাকে অভ্যর্থনা জানিয়েছেন আইআইইউসির উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ। আইআইইউসির উপার্চায প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে ও প্রক্টর মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রুনাইয়ের হাইকমিশনারের উচ্ছ্বসিত প্রসংশা করে তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইআইইউসির র্বোড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আবদুল্লাহ।

ব্রুনাইয়ের হাইকমিশনার এসময় বলেন, ‘শিক্ষা সহযোগিতার বিষয়ে ব্রুনাই দারুসসালামের এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা আমাদের দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। আশা করি আইআইইউসি কেবল শেখার জায়গা নয় বরং জ্ঞানের সাধনায় আলোকিত হওয়ার বাতিঘর হয়ে উঠবে। দুই দেশের মধ্যে ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা আশা করি এই সমঝোতা স্মারকটি এমন ক্ষেত্রগুলিকে আরও অন্বেষণ করবে যা উভয় দেশের জন্য উপকৃত হবে। প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তার বক্তব্যে ব্রুনাই দারুসসালামের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও র্ফাস্ট সেক্রেটারিকে আইআইইউসি পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশ দুটি ভাতৃপ্রতীম দেশ, উভয় দেশের ঐতিহ্যগত, সাংস্কৃতিক ও অন্যান্য বিভিন্ন বিষয়ে ব্যাপক মিল রয়েছে। সম্প্রতি আইআইইউসির র্বোড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি ডেলিগেশন ব্রুনাই সফরের সময় ব্রুনাই দারুসসালামের সুলতান হাসান আল বলকিয়াহসহ ব্রুনাই সরকারের বিভিন্ন পর্যায়ের ডেলিগেশন টিম যে আতিথেয়তা ও আন্তরিকতা দেখিয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ঐ সময় ব্রুনাই দারুসসালামের সুলতান বাংলাদেশ ও আইআইইউসির যে ভূয়সী প্রশংসা করেছিলেন সেই কথা স্মরণ করে উপাচার্য ভবিষ্যতে ব্রুনাই হাইকমিশনের সহযোগিতায় আইআইইউসির একাডেমিক উন্নয়নে ব্রুনাই দারুসসালামের সহায়তা পাওয়ার আশা ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি র্বোড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. সালেহ জহুর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল মাদানি, কন্ট্রোলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, হাদিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নামজুল হক নদভী, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, আইএএসডব্লিউডির পরিচালক মো. মাহফুজুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর