আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তব্য রাখছেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ

মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা সৃষ্টির শিক্ষা দেয় আইআইইউসিঃ উপাচার্য


শুধুমাত্র প্রথাগত বিষয়ভিত্তিক শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা সৃষ্টির শিক্ষাও দেয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। তাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও সমাজ বিনির্মানে সামনে থেকে ভূমিকা রাখতে পারে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সোমবার (২৩ জানুয়ারি) নগরীর হোটেল আগ্রাবাদ—এ আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের সামার ও অটাম ২০২২ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কোঅরডিনেটর প্রফেসর ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপ—উপাচার্য ও ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ডঃ রশিদ আহমদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হুসাইন সিকদার ও রেজিস্ট্রার জনাব এএফএম আখতারুজ্জামান কায়সার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর