আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইন বিভাগের কর্মশালায় বক্তব্য রাখছেন আইআইইউসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ

‘মানবসম্পদ উন্নয়নে আইআইইউসি অগ্রণী ভূমিকা পালন করছে’


অনলাইন ডেস্কঃ মানবসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ ও ‘ল’ ক্লাবের যৌথ আয়োজনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৩’শ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের আইনগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদ্ধতি ও কৌশল এবং ফৌজদারি মামলা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপাচার্য আরো বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে আইআইইউসি যে ভূমিকা পালন করছে সেই লক্ষ্য অর্জনে আইন বিভাগ এ ধরনের কর্মসূচী আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে সহযোগিতা করে আসছে।’

আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অ্যাডভোকেট মো. মঞ্জুর হোসাইন পাটোয়ারির সভাপত্বিতে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ‘ল’ ক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক অ্যাডভোকেট রিদওয়ান গণি এবং সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক এবং সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন। এসময় আইন বিভাগের সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। কর্মশালার প্রথমার্ধে মুটিং বিষয়ক আলোচনা উপস্থাপন করেছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক শাখাওয়াত হোসাইন সেজান। এসময় আরো উপস্থিত ছিলেন আইআইইউসির আইন বিভাগের সহকারী অধ্যাপিকা ও ‘ল’ ক্লাব ফিমেল চ্যাপ্টারের সভাপতি ফয়েজুন্নেসা তরু এবং সহকারী অধ্যাপিকা সুফিয়া খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রভাষক নুসরাত জাহান। এ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণও করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর