আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: রাষ্ট্রপতির সাথে আইআইইউসির প্রতিনিধি দল

রাষ্ট্রপতিকে সমাবর্তনের আমন্ত্রণ জানাতে বঙ্গভবনে আইআইইউসির প্রতিনিধি দল


অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনকে ৬ষ্ঠ সমাবর্তনের আমন্ত্রণ জানাতে বঙ্গভবনে গিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) একটি প্রতিনিধি দল। সোমবার (২০ মে) দুপুরে তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও পারচেজ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার। এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আইআইইউসি প্রতিনিধি দল চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতিও উক্ত সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে হবে। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরো বাড়ানোর কথা বলেন।

এসময় আইআইইউসির পক্ষ থেকে ড. নদভী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন সমূহের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

আরও পড়ুন আইআইইউসিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সোসাইটির দেয়ালিকা উন্মোচন

আইআইইউসির পক্ষ থেকে জানানো হয়, ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে আইআইইউসিতে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের লেখা বই বাংলা, ইংরেজী ও আরবী তিন ভাষায় প্রকাশ করা হয়েছে; বইটির মুখবন্ধ লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইআইইউসিতে বঙ্গবন্ধু কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে।

এছাড়া মুসলিম রাষ্ট্রসমূহের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আইআইইউসিতে বিনা বেতনে পড়ানো সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানানো হয় রাষ্ট্রপতিকে।

রাষ্ট্রপতিকে আরো জানানো হয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসির সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। আইআইইউসির মেধাবী শিক্ষার্থীরা ইউরোপ, আমেরিকা, কানাডাসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে। আইআইইউসির গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশে উদ্যোক্তা হিসাবে ও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখে কাজ করছে। ভারত সরকারের অর্থায়নে আইআইইউসিতে মওলানা আবুল কালাম আজাদ স্পোর্টস সেন্টার নির্মাণ করা হচ্ছে।

এছাড়া আইআইইউসি ক্যাম্পাসের সংযোগ সড়কসহ অভ্যন্তরীণ সড়ক সমূহও পিচঢালা সড়কে রূপান্তর করা হয়েছে বলেও জানানো হয় রাষ্ট্রপতিকে।

আইআইইউসির সার্বিক কার্যক্রম সম্বন্ধে অবগত হওয়ার পর রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়টির উত্তরোত্তর সফলতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর