আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসি

আইআইইউসির ৫ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড অর্জন


অনলাইন ডেস্কঃ মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রথমবারের মতো অ্যাওয়ার্ড প্রদান চালু করেছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বিশ্ববিদ্যালয়টির ব্যবসা প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে এই অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) আইআইইউসির বিবিএ ৪৮তম ও ৪৯তম ব্যাচের বিদায় সংবর্ধনাকালে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সহকারী অধ্যাপক মো. মাহমুদুল ইসলাম ও প্রভাষক আদিবা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা, বিশেষ অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন শিকদার। সভাপতিত্ব করেছেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌফিকুর রহমান।

আরও পড়ুন ‘মানবসম্পদ উন্নয়নে আইআইইউসি অগ্রণী ভূমিকা পালন করছে’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রফেসর ড. নেজামুল হক, প্রফেসর ড. আব্দুল্লাহিল
মামুন, প্রফেসর ড. মাহি উদ্দীন, প্রফেসর ড. নাজিম উদ্দীন, ড. এ এম শাহাবুদ্দিন, এমবিএ কো অর্ডিনেটর জোনায়েদ কবির, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফিমেল এমবিএ কো অর্ডিনেটর মিসেস নাহিদ সুলতানা, ফিমেল বিবিএ কো অর্ডিনেটর মিসেস কুলসুমা আক্তার নাহিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বাশারাত হোসেন, ট্রেজারার মনজুরুল আলম মজুমদার, ড. নাজিমউল্লাহ, মোহাম্মদ আফজালুর রহমান, নুসরাত ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর