আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ হলে কাউকে ছাড় নয়: আইজিপি


অনলাইন ডেস্ক

পুলিশ হেফাজতে মৃত্যু হলে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ডাঙ্গার চর নৌ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ জানিয়েছেন।

মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। আমাদের পুলিশ হেফাজতে যদি মৃত্যু হয়; সেটার একটি প্রটোকল আছে এবং আমরা তা অনুসরণ করি। কাউকে ছাড় দেওয়ার কোন নীতি আমরা অবলম্বন করি না। যে দায়ী হবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’

উদ্বোধন করা নৌ-তদন্ত কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের মূল অপারেশনাল এরিয়াকে শাহ আমানত ব্রিজ থেকে বহির্নোঙ্গর পর্যন্ত কর্ণফুলীর নদীর উভয় তীরে সুবিধাজনক স্থানে দুটি করে মোট চারটি নৌ তদন্ত কেন্দ্র নির্মাণে ২০০২ সালের ৯ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত হয়। এগুলোর মধ্যে আজ (রোববার) ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র উদ্বোধন হয়েছে। আমরা এর কার্যক্রম শুরু করছি।’

তিনি আরও বলেন, ‘ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র চালুর পরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের যারা সদস্য রয়েছে তারা নদীতে সহজে দায়িত্ব পালন করতে পারবে। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।’

আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নৌ-তদন্ত কেন্দ্র নিয়ে নৌ পুলিশের সঙ্গে সিএমপির কাজ করতে কোনো সমস্যা হবে না। নৌ তদন্ত কেন্দ্র সিএমপির সঙ্গে আছে। নৌ পুলিশ কাজ করছে নদীতে। নৌ পুলিশের অনেক এলাকা জুড়ে কাজ। আর সিএমপির মাঝেও একটি বন্ধন আছে।’

মিয়ানমারে সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে সৃষ্ট সংকট মোকাবিলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) পাশে থাকার কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘আপনারা জানেন যে, সেখানে বিজিবি কাজ করছে। আমরাও বিজিবির সঙ্গে কাজ করছি। বিজিবি আইনানুগভাবে আমাদের কাছে যেসব সহযোগিতা পাবে আমরা তাদের সেটা দেব।’

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘আমাদের কেউ অপরাধ করলেও তাকে আমরা ছাড় দিচ্ছি না। এমনকি চুরি হওয়া স্বর্ণের ৭০ ভাগ আমরা উদ্ধার করেছি। পুলিশের শক্তি, আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে। তবুও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সব সময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করি। আশা করছি বাহিনীর সদস্যরা নিজের দায়িত্ব যথাযথভাবে সুশৃংখলভাবে পালন করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্থায়ী জমি থাকলেও অনেক থানা অস্থায়ী জায়গায়— এমন প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত। আমাদের যেসব থানা বা ইউনিটগুলো নতুন করে হচ্ছে এসবের জন্য যেসব থানা বা স্থাপনার প্রয়োজন এর মধ্যে কিছু কিছু হয়েছে। আমাদের প্রতিটি স্থাপনা বা জায়গা পাওয়ার জন্য যে কার্যক্রম সেটা অব্যাহত আছে।’

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এএসএম মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর