অনলাইন ডেস্ক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সৌদি আরব মক্কা শরীফ শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মক্কা শরীফ আজিজিয়া সাজা আল মক্কা হোটেলে অনুষ্ঠিত হয়। ২ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪ টায় অনুষ্ঠিত ইফতার মাহফিল এলডিপি মক্কা শরীফ শাখার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মো. আবু সালেহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মো. আইনুল কবীর, বিশেষ অতিথি ছিলেন এলডিপি সৌদি আরব শাখার সভাপতি ইমাম হোসেন চৌধুরী মন্জু, মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন যথাক্রমে, আলহাজ্ব মো. জসিম উদ্দীন, মো. সেলিম, মো. হারুন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকারের সু-দৃষ্টি কামনা করেন। দেশের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখতে সরকারের প্রতি আহবান জানান। দেশ ও জাতীর মুক্তির লক্ষ্যে বাংলাদেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র চেয়ারম্যান বির মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মতো দেশ নেতার প্রয়োজন রয়েছে বলে জানান।
Leave a Reply