আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে এলডিপির ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে আলোচনা সভা


চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিঞা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি জসীম উদ্দিন, গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ পৌরসভা সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব নাছির উদ্দিন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক আলমগীর, সদস্য সচিব মোহাম্মদ করিম উদ্দিন রানা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন দোহাজারী রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জাকের হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর