মুহাম্মদ আরফাত হোসেন:
চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে শোহদায়ে বদর দিবস ও মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলােচনা সভা জােয়ারা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ ( শনিবার ) বিকালে মাও. মাে. আবুল কাসেম আনসারীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান মেহমান ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাও. আবু তালেব। স্বাগত বক্তব্য রাখেন মাও. কাজী মাে. আমিন উল্লাহ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মাে. দেলােয়ার হােসেন, মাও. সিরাজুল ইসলাম। আলােচনায় অংশনেন মাও. হারুনুর রশিদ, মাও. আহম্মদ হােসাইন, মাও. আহম্মদ হোসাইন জিহাদি, মাও. সিবগাতুল্লাহ চৌধুরী, মাে. আবদুল মতিন, মো. সরোয়ার উদ্দীন, যুবনেতা মাে. শহিদুল ইসলাম, ইমতিয়াজ সুলতান বাহাদুর, সাংবাদিক আরফাত হােসেন, হাফেজ সেকান্দর ইসলাম, ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ। মাহফিলে বক্তাগণ বলেন, ইসলামের আদর্শ নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সংগঠনগুলাে কাজ করে যাচ্ছে । যারা ইসলাম ব্যতিত অন্য কোন পথ অবলম্বন করে তাদের কিছুই আল্লাহ কবুল করবেন না।
Leave a Reply