মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ‘দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ’র উদ্যোগে দোহাজারী পৌরসভার পাঁচটি এতিমখানার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করার পাশাপাশি ৫০ জন এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় রূপনগর কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোনাফের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ মুহসিন আজাদী।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু ও এসএম মুছার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, ব্যাংকার ডা. আবু জাকের, মোঃ ইসলাম খান। আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী শহিদুল ইসলাম, কামরুল ইসলাম মিন্টু, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, রহিমুল্লাহ্ সেলিম, এহসান বেগ, ব্যাংকার মোঃ আলী, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply