অনলাইন ডেস্ক
জাতীয় দৈনিক মাতৃভূমির খবর চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে গত ৪ এপ্রিল বিকেলে ইফতার ও দোয়া মাহফিল নগরীর চকবাজার মতি কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যুরো অফিস প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইসলামিক সংস্কৃতি পরিষদের মহাসচিব জহুরুল আনোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শাহেদুল ইসলাম শাহেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির অর্থ সম্পাদক নুরুদ্দিন আহমদ, বিএনএম‘র স্টাফ রিপোর্টার বাবর-মোনাফ, ফটো জার্নালিস্ট আব্দুল মান্নান কাজল, দৈনিক মাতৃভূমির খবরের স্টাফ রিপোর্টার যথাক্রমে ইব্রাহিম মিন্টু, মো. আরফাত হোসেন, সিনিয়র রিপোর্টার জাহেদুল ইসলাম, আনোয়ারা প্রতিনিধি ফখর উদ্দিন, জামশেদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দৈনিক মাতৃভূমির খবর চট্টগ্রামে সুনাম অক্ষুন্ন রেখেছে। পত্রিকার সাথে জড়িত সকলেই স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন। সমাজ সংস্কার ও উন্নয়নে দৈনিক মাতৃভূমির খবর আরো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।