বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর বন্দরের ৩ নম্বর জেটি গেইটস্হ আজমীর হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন ৯৪ ব্যাচের সদস্য সচিব সাকির মাহমুদ।
বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের আহ্বায়ক মাসুদ তালুকদার ৯৪ ব্যাচের সাম্প্রতিক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ।
জোবায়ের হায়াতের সার্বিক তত্ত্বাবধানে মতামত পর্বে বক্তব্য রাখেন, ৯৪ ব্যাচের সদস্য তুহিন, ইদ্রিস, বশির, জুবায়ের, আবছার, শাহ আলম, মনজুর, জামশেদ, নিজাম, শামীম, ইস্কান্দর, শাহাবুদ্দিন ও রেজা।
এসময় উপস্থিত ছিলেন জাইদুল, সাইদ, বশর, রিয়াজ, মোস্তাফা, মহীউদ্দীন, শেখ ফরিদ, এনাম, জসিম, ইসমাইল সাহেদ, সবুজ,নাছের। মোনাজাত পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন।