স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে। অনেকে অপপ্রচার চালাচ্ছে ভোট কেন্দ্রে না গেলেই চলবে। ভোট হয়ে যাবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। তাই ভোট দিতে না গেলে আপনারা ভুল করবেন। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্র যাবেন। সারিবদ্ধভাবে ভোটের লাইনে দাঁড়াবেন এবং নিঃস্বার্থভাবে।
যারা ভোট কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান করবে তাদের প্রতিহত করা হবে। গতকাল চকবাজারস্হ আলহাজ্ব আবদুর ফাউন্ডেশনের উদ্যােগে মহিলা সমাবেশ তিনি একথা বলেন, কোতোয়ালি(চকবাজার-বাকলিয়া) চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাই এর নৌকার সমর্থনে আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের উদ্যােগে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম রহমানের সভাপতিত্বে আবদুর রহমান ফাউন্ডেশনের পরিচালক, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেলের সঞ্চালনায় মহিলা ভোটারদের নিয়ে গত ০৩ জানুয়ারী ২০২৪ বুধবার সন্ধ্যা ৬ টায় উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকবাজার ওয়ার্ডে নির্বচনী দায়িত্ব পালনকারী সমন্বয়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন। বক্তব্যে রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল আজম শাকিল, সহ-সভাপতি মঞ্জুরুল আনোয়ার মান্নান, আমিনুল হক রঞ্জু, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব ইমরান বিপ্লব, চকবাজার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত সেলিম রিকতা, আবদুর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, কায়সার আহমেদ, হাজী খতিজা বেগম, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, মিনহাজ মাহমুদ রনি, ছোটন মিত্র, মিঠুন চক্রবর্তী, মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন, হিরো, জাহেদুল আলম, শিরিন আক্তার পপি,আরিফুর রহমান মাসুদ, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, এম হাসান আলী, মোরশেদুল আলম, বাদশা মিয়া, সাদ্দাম হোসেন ইভান, শুভ দত্ত, মোহাম্মদ এরশাদ, ইমাম উদ্দিন, ফরহাদুর রহমান ফয়সাল, রেহালা বেগম, টুম্পা দাশ, হীরা আক্তার, শারমিন সুলতানা প্রমুখ। থানা, ওয়ার্ড, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, ইউনিট মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply