আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বণিক বার্তা

চট্টগ্রামে আইসিএবির সুবর্ণজয়ন্তী উদযাপিত


চট্টগ্রামে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি আইসিএবি-চট্টগ্রাম অফিসের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ২শ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির অনারারি সেক্রেটারি মো. মনিরুজ্জামান এফসিএ, ট্যাক্সবার অ্যাসোসিয়েশনের সভাপতি নিতাই চন্দ্র দাসসহ আইসিএবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আরিফ এফসিএ বলেন, আইসিএবির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আলোচনা সভাটি আপনারা মনোরম সৌন্দর্য ও মনোমুগ্ধকর করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর