আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধের প্রতিবাদে সিপিবির মানববন্ধন ২ জুন


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশেষ ট্রেন বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা শাখা। রবিবার (২ জুন) বিকাল ৩টায় কক্সবাজার রেল স্টেশন চত্বরে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সিপিবি।

কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিপিবি কক্সবাজার জেলা সভাপতি দিলীপ দাশ ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত ২৯ মে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন শতবর্ষী গাছ কাটতে চায় সিডিএ, প্রতিবাদ সিপিবির

সংস্থাটির এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাসমালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করা হচ্ছে দাবি করেছে।’

তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকার রেলসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে রেলপথ নির্মাণের পরে রেল কর্তৃপক্ষ শুধু রাজধানীবাসীকে সুবিধা দেওয়ার জন্য ঢাকা থেকে কক্সবাজার ২টি ট্রেন সার্ভিস চালু করে। চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণ জমিজমা, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, নদী-নালা,খাল-বিল বিলিন করে রেলপথের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। কিন্তু ট্রেন সার্ভিস চালুর পর থেকে তারা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত থাকায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর