আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় আহত বড়ুয়া সম্প্রদায়ের মানববন্ধন


অনলাইন ডেস্ক 

আসন্ন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদের সমর্থকদের নির্বাচনী প্রচারণার শেষে বাড়ী ফেরার পথে হামলা চালিয়ে মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৯ মে (রবিবার) বিকালে চন্দনাইশ সদরে বৌদ্ধ সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন, শিক্ষক প্রকৃতি রঞ্জন চৌধুরী।

আলোচনায় অংশ নেন, বৌদ্ধ নেতা যথাক্রমে- প্রসেনজিৎ বড়ুয়া, অমর চৌধুরী, সুমন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, মো. ওসমান, আ’লীগ নেতা মোজাফফর আহমদ চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, মো. শওকত হোসেন প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, নির্বাচন গণ-মানুষের নাগরিক অধিকার। সরকার সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন। এ নির্বাচনী প্রচারণাকালে বৌদ্ধ সম্প্রদায় ও কৃষকলীগ নেতা নিবু বড়ুয়ার উপর হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তার দায়ের করা মামলায় আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর