আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লেকের বাঁধ ভাঙ্গা পানিতে সাতকানিয়ার মির্জাখীলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন


লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড অরিদার ঘোনার লেকের বাঁধ ৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় কেটে দেয়ায় পানিতে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের শত শত ঘর বাড়ী, গবাদী পশু, ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়। সূত্রে জানা যায়, মির্জাখীল বাংলা বাজার, মঙ্গল চাঁদপাড়া, দ্বীপের কুল, সাইরতলী পাড়া, কুতুব পাড়া, আছাড়তলী, কালামিয়ার পাড়া এলাকার কাঁচা ঘর পানিতে তলিয়ে গেছে, পানির চাপে ছোট হাতিয়ার সুইচ গেইট, সাইরতলীতে দরবার শরীফের পানির গোধা ভেঙ্গে গিয়ে গরু, ছাগল, হাঁস মুরগী পানিতে ভেসে যায়। ঘর বাড়ী, স্কুল, মাদ্রাসা ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুরের মাছ, ফসলের ক্ষেত নষ্ট হয়। সবকিছু হারিয়ে সাধারণ মানুষ খোলা আকাশের নিচে মাববেতর জীবন যাপন করছে। রাত্রে মানুষ আহাজারী করছে যাদের দ্বীতল বাড়ী আছে সেখানে রাত্রীযাপণ করছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলিগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এবং পরবর্তীতে বিকাল ৫টায় মির্জাখীল বাংলা বাজার মানববন্ধনে বলেন, কোন মাইকিং না করে বনবিভাগের কিছু অসাধু কর্মকতার্ ও কুচক্রীমহলের যোগসাজসে বাঁধ কেটে দিয়েছে। আরো বক্তব্য রাখেন, ছোট হাতিয়া সুইচ গেইট কমিটির সভাপতি মাওলানা শামশুল আলম, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী প্রমূখ। নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবী করে পর্যাপ্ত পরিমান সরকারি সাহায্য ও ক্ষতিগ্রস্থ পরিবারের গৃহ নির্মাণসহ পূর্নবাসনের দাবী জানিয়েছেন।

এলাকা পরিদর্শনে যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, প্রকৌশলী পারভেজ সরোয়ার ও প্রকল্প কর্মকর্তা কামরুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউ,পি সদস্য আহমদ কবির ভেট্টা, আইয়ুব জমাদার, মহিউদ্দিন, ছৈয়দ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর