আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন


দোহাজারীর কৃতিসন্তান সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে বেলা ১১ টার সময় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলুর সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল,সাংবাদিক এসএম রহমান, আবু তোরাব চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম মাষ্টার, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সহ সভাপতি এসএম রাশেদ, যুগ্ম সম্পাদক এম ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এ এম মুনতাসীর, অর্থ সম্পাদক এম এ হামিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা , মোহাম্মদ আরফাত হোসেন, আরিফুর ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, আয়ুব মিয়াজী, মোহাম্মদ নজরুল ইসলাম কালিইয়াশী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন দোহাজারী মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার, নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের পক্ষে ছিলেন, তার বড় ভাই এসএম জামাল মাহামুদ প্রমূখ। মানববন্ধনে বক্তরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাজ্জাদ হত্যাকারী ও সাংবাদিক জাহিদ হোসাইনের প্রাণনাশের হুমকি দাতাদেরকে গ্রেফতারের জন্য সাতকানিয়া থানার পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর