আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার ট্রাফিক পুলিশের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজিতে মানববন্ধন


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:

কক্সবাজার ট্রাফিক পুলিশের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করেছে আমরা কক্সবাজারবাসী। বুধবার ৩১ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের পরিচালনায় মানববন্ধনে বলা হয়, ট্রাফিক পুলিশ কক্সবাজার পৌর শহর সহ পুরো জেলায় বেপরোয়া চাঁদাবাজি করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না রিক্সাওয়ালা, টমটম ও সিএনজি সহ বিভিন্ন পরিবহন চালকরা৷ মাসিক মাসোহারায় চলছে। ২৪ ঘন্টার মাঝে অভিযুক্ত সার্জেন্টকে প্রত্যাহার করে যথাযথ শাস্তির আওতায় আনা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি কমরেড সমীর পাল, সহ সভাপতি কামাল উদ্দিন রহমান পেয়ারু, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ, শহর শাখার সভাপতি সফিনা আজিম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতা মোহাম্মদ ইব্রাহীম, করিম উল্লাহ বাদশা, সাংবাদিক সাদ্দাম হোসেন, আবিস্কার, রকি, আব্দুল খালেক, সাংবাদিক আনোয়ার হোসেন, মফিজুর রহমান, মনোয়ারা মনি, ভুট্টু ও জসিম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদের ওপর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কর্তৃক শারিরীক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর