সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় এলাকার সাধারণ মানুষ ভিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার অপরাহ্নে গাছবাড়িয়া সৈয়দ বুলার জামে মসজিদ সংলগ্ন রাস্তা ও চট্টগ্রাম কক্সবাজার (আরকান) মহাসড়কে পৃথক দু'টি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চন্দনাইশ পৌরএলাকার সৈয়দ বুলারতালুক এলাকা নিবাসী বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম, আব্দুর রফিক, নাছির উদ্দীন, আবদুল জলিল, ওসমান গণি, আবু জাফরেরসহ ১০/১২ টি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও ডাকাতি করে তৈয়ব আলী বাহিনী।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান তুহিন, আওয়ামীলীগ নেতা বখতিয়ার উদ্দীন, আব্দুল জলিল, ওসমান গনি, আমিনুল হক, আবু তাহের, আবু জাফর, জাবেদুর রহমান মুরাদ, আল করিম, মামুনুর রশীদ, মো. কায়েস, মো. সাঈদ, নোমান গনি, আবদুর রফিক, নাসির উদ্দীন প্রমুখ।
এতে বক্তারা তৈয়ব আলীসহ সকল দায়ী অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন।