আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মানবন্ধনে বক্তব্য রাখছেন আইএইচআরসির প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন


বান্দরবান প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মজুদদারি, কালোবাজারি সিন্টিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে
বান্দরবানে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ (আইএইচআরসি) এর উদ্যোগে এ মানবন্ধনে অংশ নিয়েছেন স্থানীয় জনসাধারণ।

সংস্থাটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক লিটনের সভাপতিত্বে সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদের পরিচালনায় এতে প্রধান অথিতি আইএইচআরসির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

এসময় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। দেশের নিম্নমধ্যবিত্তরা অনেক কষ্টে দিন যাপন করছেন। এভাবে চলতে থাকলে মানবিক বিপর্যয় দেখা দিবে।

আরও পড়ুন আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো বান্দরবান সেনা রিজিয়ন

তিনি আরো বলেন, রমজানের আগে মাফিয়া লুঠেরা মজুদদারি সিন্টিকেটের সাথে জড়িত; সেই সমস্ত কালো বাজারিদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন আইএইচআরসি চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন খান, কেন্দ্রীয় সম্পাদক মো. মঈন উদ্দিন আহম্মদ, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক নারী উদ্যেক্তা ও নারী নেত্রী তাহেরা শারমিন, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বাযক তৌহিদুল করিম (তৌহিদ), চট্টগ্রাম মহানগর সমন্বয়ক মো. নুরুল আবছার তৌহিদ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুর রহিম, ইঞ্জি আবু তৈয়ব, বান্দরবান জেলা শাখার নব-নির্বাচিত আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা প্রকৃতি বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক, মো. নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. লোকমান গণি যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কাশেম, সদস্য মো. ইয়াছিন আরাফাত, সদস্য বাবু জয় দে ও সদস্য সচিব মো. শহীদুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর