অনলাইন ডেস্কঃ সাতকানিয়া আমিলাইশ ইউনিয়নে ছদাহার মহিউদ্দিন ড্রাইভারকে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন আমিলাইশের জনপ্রতিনিধি ও স্থানীয়রা। সম্প্রতি এ ঘটনার জেরে ইউনিয়নটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, পরিষদের মেম্বারসহ স্থানীয়রা।
ছবি: মহিউদ্দিন ড্রাইভারের খুনীদের বিচারের দাবিতে আমিলাইশে মানবন্ধন
এসময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ মে মহিউদ্দিন ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় এখনও সুনিদিষ্ঠ কাউকে আসামী করে মামলা রুজু হয়নি এবং কেউ গ্রেপ্তারও হয়নি। তবে এ ঘটনায় একটি মোবাইল জব্দ করেছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন সাতকানিয়ার ছদাহার ৩ দিনে ২ খুন, আইন শৃঙ্খলার অবনতি
বক্তারা বলেন, ‘পুলিশ প্রশাসন কতৃক জব্দকৃত মোবাইল ট্রেকিং করে প্রকৃত আসামীদের খুঁজে বের করতে হবে। এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘যারা পিটিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করে, তারা কী কখনও সমাজের মঙ্গল চাইতে পারে?’
উল্লেখ্য, বুধবার (২৯ মে) রাতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন (৩২)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। সে উত্তর ছদাহার সরদারপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। আর নৃশংস হত্যকাণ্ডটি ঘটে দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায়।
Leave a Reply