আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. নবীরুল ইসলাম।
আরও পড়ুন কক্সবাজারকে স্মার্টরূপে গড়তে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ রূপকল্প
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) ও পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।