আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বনিকপাড়া ৭নং ওয়ার্ডের বাদল চৌধুরীর বাড়িতে ইমা দেবী (৩৫) নামের এক গৃহবধূকে গলা টিপে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে স্বামী সজল চক্রবর্তী মদ্যপান করে ঘরে ঢুকে গলা টিপে নিজের স্ত্রীকে খুন করেন বলে জানা যায়। গৃহবধূর স্বামী সজল চক্রবর্তী (৪০) বাঁশখালী গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
এতে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে স্বামী সজল চক্রবর্তীকে (৪০) গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ। খুন হওয়া গৃহবধূ ইমা দেবী (৩৫) কেপিজেড ইয়াং ওয়ানে কর্মরত নারী শ্রমিক ছিলেন।
সুরহতাল রিপোর্ট লিখা শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Leave a Reply