আজ ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডলু নদীর ভাঙ্গনে যান চলাচল বন্ধ, বিলীন হচ্ছে বসতবাড়ি


মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উপর বয়ে যাওয়া ডলু নদীর ভাঙ্গনে বসতঘর বিলীন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নলুয়া ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডেঙ্গা স্কুল সংলগ্ন সড়কটি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং ডলু নদীর তীব্র স্রোতে ভেঙ্গে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে এই সড়ক দিয়ে চলাচলকারী প্রায় ২০ হাজার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয়রাসহ আমিলাইষ, চরতি ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদর ও কেরানীহাট যাতায়াত করে। সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ কৃষকদের ফসলাধি বহন করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে ডলু নদীর ভাঙনে বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি। জানা গেছে, আমিলাইষ ইউনিয়নের পূর্ব ডলু হদের খালের ভাঙ্গনে ৫ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। খালের অপর পাশে নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া আদর্শ পাড়ায়ও ১৫ টি পরিবারের বসতঘর বিলীন হওয়ার পথে। এতে দুঃচিন্তা ও অসহায়ের দিন পার করছে ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থরা হলেন, নজির আহমদ, মোহাম্মদ আলী, মাহবুব, আজিজুর রহমান, মোহাম্মদ বেলাল, আহমদ হোসেন, আবদুল খালেক জাকারিয়া, ইয়াকুবসহ আরও অনেকে।
স্থানীয় নলুয়া ইউনিয়নের বাসিন্দা জিয়াবুল হোসেন তারেক বলেন, আমাদের পাড়ার অন্তত ১৫-২০ টি বসতঘর খালে বিলীন হয়ে গেছে জরুরিভাবে জিও ব্যাগ না দিলে আরও বসতঘর নদী গর্ভে বিলুপ্ত হবে। সড়কের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলার প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, ইতিমধ্যে সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছি। উপজেলার বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

সাতকানিয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, পূর্ব ডলু ও পশ্চিম নলুয়া হদের খালের ভাঙ্গনের বিষয়টি অবগত হয়েছি।  পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। প্রাথমিকভাবে ভাঙ্গন রোধে পশ্চিম নলুয়া ও পূর্ব ডলুর পাড় ভাঙ্গনে জিও ব্যাগ দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর