ইসলাম ডেস্ক
আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এদিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। বৃহস্পতিবার (০৭ জুন) সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এ মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দু’দিন আগে থেকে হজের কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।
সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এ সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।
Leave a Reply