অনলাইন ডেস্কঃ বিবিসি স্পোর্টস পার্সোনালিটি বর্ষসেরা ওয়ার্ল্ড স্পোর্টস স্টার ২০২৩ মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। গত মৌসুমে ২৩ বছর বয়সী এই নরওয়েজিয়ানের নৈপুন্যে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব দেখায়।
ট্রেবল জয়ী সিটির হয়ে হালান্ড সব ধরনের প্রতিযোগিতায় ৫৩টি গোল করেছেন। এক মৌসুমে প্রিমিয়ার লিগে কোন খেলোয়াড়রই হালান্ডের থেকে বেশী গোল করতে পারেননি। ৩৮ ম্যচে ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ৩৬ গোল করে হালান্ড প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছিলেন।
আরও পড়ুন ফিফা ফুটবল বিশ্বকাপ, বাংলাদেশের ডাকটিকিট
হালান্ড বলেছেন, ‘বিবিসি বর্ষসেরা স্পোর্টস স্টার হিসেবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ। গত মৌসুমটা আমাদের জন্য দুর্দান্ত কেটেছে। আমি ট্রেবল জয় করেছি ও দলের জয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছি।’
প্রসঙ্গত, বিবিসি স্পোর্টস পাঠকদের ভোটে বর্ষসেরা স্পোর্টস স্টার মনোনয়ন করা হয়।
তথ্যসূত্র: বাসস