আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলো। বুধবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
আরও পড়ুন আইআইইউসিতে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
এদিকে পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো দিবসটি পালন করেছে।
Leave a Reply