অনলাইন ডেস্কঃ সারাদেশে আবারো তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই সতর্কবার্তা জারি করা হয়। অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এর আগে গত ১৯ এপ্রিল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে অধিদপ্তর। পরে ২২ এপ্রিল সেই সতর্কবার্তার মেয়াদ আরো ৭২ ঘণ্টার জন্য বাড়ানো হয়। বৃহস্পতিবার তৃতীয় দফায় আরো ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে আবহাওয়া পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন সারাদেশে সতর্কতা, চট্টগ্রামে অনেকটা কম তাপমাত্রা
তবে ২৮ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি বা এরও বেশি তাপমাত্রায় ডায়রিয়া, হিট স্ট্রোকসহ নানা রকম অসুস্থতা বাড়ছে। তাই দেশবাসীকে স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তথ্যসূত্র: সংগৃহীত