আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আলট্রাসনোগ্রাম মেশিন

বিকল সরঞ্জাম নিয়ে চলছে হাটহাজারীর সরকারি হাসপাতাল


মো. শোয়াইব, হাটহাজারীঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাম মেশিন অকেজো হয়ে পড়ে আছে প্রায় দেড় বছর ধরে। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক পুরাতন এই মেশিনটির বর্তমান বাজারে যন্ত্রাংশের অভাব রয়েছে। এছাড়া এই মেশিনটি ঠিক করাতে অনেক অর্থের প্রয়োজন পড়বে। যার যোগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া সম্ভব নয়। ফলে প্রতিনিয়ত বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে এবং অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে এখানকার জনসাধারণের।

উল্লেখ্য, উপজেলার প্রায় ৫ লাখ জনসংখ্যার বিপরীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক সময় অনেক রোগীরা পেটব্যথা, কিডনী জটিলতা কিংবা বিভিন্ন রোগের জটিলতা নিয়ে আসেন সরকারি সেবা পেতে। পাশাপাশি গর্ভবতী নারীরা বিভিন্ন সময় নিজের এবং অনাগত বাচ্চার অবস্থা যাচাইয়ে আল্ট্রাসনোগ্রাফি করার প্রয়োজন পড়ে। এছাড়াও বিভিন্ন সময় জটিলতা নিয়ে রোগী আসলে পরীক্ষা
করতে তাৎক্ষণিক আলট্রাসনোগ্রাফি করার প্রয়োজন পড়ে। কিন্তু সেই জরুরী সময়ও তাদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা চাটগাঁর সংবাদকে বলেন, ‘আমাদের আল্ট্রাসনোগ্রাম মেশিনটি প্রায় অনেকদিন ধরে নষ্ট। আমরা বেশ কয়েকবার কতৃপক্ষকে জানিয়েছি। কিন্তু পুরাতন মেশিন হওয়ায় যন্ত্রাংশের অভাবে মেরামত করা সম্ভব হয়নি। আল্টাসনোগ্রাম মেশিনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, এখানে যেহেতু গর্ভবতী নারীদের প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা এবং সাধারণ রোগীদের অনেক সময় এই পরীক্ষার প্রয়োজন হয় তাই মেশিনটি অতি জরুরী।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর