আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ


অনলাইন ডেস্কঃ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধকে স্মরণ করতে প্রতিবছর বাংলাদেশে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষ্যে আজ বুধবার (২২ মে) বাংলাদেশে সরকারি ছুটি রয়েছে। দিবসটি উপলক্ষ্যে সারাদেশে বৌদ্ধ ধর্মের উপসনালয়গুলোতে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশের সব অশুভ শক্তিকে দূর করে শান্তি ও মঙ্গল কামনা করা হয়। সন্ধ্যায় ফানুষ উড়ানোর মধ্যদিয়ে এ উদযাপন সমাপ্ত হবে।

আরও পড়ুন যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হল এ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিবেন রাষ্ট্রপতি। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া বাণীতে বলেছেন, ‘মহামতি গৌতম বুদ্ধ লোভ, দ্বেষ, লালসাকে অতিক্রম করে জীবন ও কর্মের মাধ্যমে মানবজগতকে আলোকিত করেছেন। তিনি ছিলেন সত্য ও সুন্দরের আদর্শে উজ্জীবিত।’

তিনি বলেন, ‘আমরা সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বৌদ্ধ ধর্মাবলম্বীগণ যুগযুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন। আমি আশা করি, গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সকলে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।’

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর