চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ৫ আগস্ট প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের ৮৪তম জন্মদিন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিরেন্দ্রলাল সেন ও মাতা স্নেহলতা সেন।
প্রফেসর সেনের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে সমাজতত্ত্বে স্নাতক ও ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৭৪ সালে সমাজতত্ত্বে এমএ ডিগ্রি এবং ১৯৭৯ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তাঁর জন্মদিনে চাটগাঁর সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।
Leave a Reply