মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদানের হাতে ৬ লক্ষ টাকার প্রাথমিক ১টি চেক হস্তান্তর করেন সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ১৫ নবেম্বর বুধবার দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদানের হাতে এ সহায়তা চেক হস্তান্তর করা হয়। চেয়ারম্যান যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন বাসীর জন্য সহানুভূতি ও শাহাদাত বরণকারীদের জন্য সমবেদনা প্রকাশ করেন এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনা করেন। তিনি বলেন, ফিলিস্তিনী মুসলমাদের সাথে আমাদের ঈমানী সম্পর্ক। তাঁদের উপর দীর্ঘদিনের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। ফিলিস্তিনের স্বাধীনতা এটা নৈতিক দাবী। মুসলমানদের প্রথম কিবলাকে ইহুদিরা যেভাবে দখল করে রেখেছে তা মুসলিম বিশ্বকে অনুধাবন করা উচিত। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান বলেন, ইসরায়েলের লক্ষ শুধু হামাস নয়; পুরো ফিলিস্তিন দখল করার খেলায় মেতে উঠেছে অথচ তারা সফল হবেনা। তিনি আর্থিক সহযোগিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’কে ধন্যবাদ জানান। এসময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুর মোহাম্মদ আল- কাদেরী, আহসান হাবিব, অর্থ সচিব এডভোকেট মোহাম্মদ মুখতার আহমদ সিদ্দিকী, দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম, সদস্য মুহাম্মদ ইমরান হুসাইন তুষার প্রমূখ। পরে ফিলিস্তিনী মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply