আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

হজের নিবন্ধন ১৮ জানুয়ারি পর্যন্ত


অনলাইন ডেস্কঃ ২০২৪ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজগমনেচ্ছুদের নিবন্ধনে সাড়া কম। এ পর্যন্ত তিন দফা নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর নিবন্ধনের সময় শেষ হলে আরও ১৮ দিন এ সময়সীমা বাড়ানো হয়। যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এবার সব মিলিয়ে নিবন্ধন সম্পন্ন করেছে ৩৩ হাজার ১৩৬ জন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে হজ পালন করার কথা রয়েছে। এ হিসেবে এখনো ৯৪ হাজারের বেশি আসন ফাঁকা রয়েছে।

জানা গেছে, গত বছর ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় ধর্ম মন্ত্রণালয়। এ সময় পর্যন্ত নিবন্ধন করেছে প্রায় ২৬ হাজারের বেশি হজযাত্রী। পরে ১৮ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় সময় বাড়ানো হয়।

আরও পড়ুন হজ প্যাকেজের খরচ কমাতে হাইকোর্টের রুল

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

এর আগে প্রথম দফার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মার্চের প্রথমদিন থেকে ভিসা ইস্যু করা হবে এবং সৌদি ই-হজ সিস্টেমে ২০২৪ সালের ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

২০২৪ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। এ ছাড়া এবার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বিশেষ এ হজ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

তথ্যসুত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর