আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি >>>
সোমবার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের অন্তর্গত হাইদচকিয়া গ্রামের হাইদচকিয়া দরবার শরীফে পীরে তরিকত আরিফে কামেল আল্লামা শাহসুফি হাফেজ দৌলত খান(রহ:) স্মৃতি বিজড়িত শিক্ষা নিকেতন শাহ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উদ্যোগে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(সা:) ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসা প্রাঙ্গন হতে বের হওয়া জুলুস এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।অতঃপর মাদ্রাসা হলরুমে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মোহাম্মদ জাফর উল্লাহ খান (দুলাল),প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল এবং উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ রাহাত খান আল-কাদেরী।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বাকের আনসারী,আলহাজ্ব এস এম হাসান,প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মোঃ রিদওয়ান হোসাইন আল-কাদেরী।