আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন- সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মহান মে দিবস উপলক্ষে বন্দর নগরীর চট্টগ্রাম কালুরঘাট অঞ্চলে সি এন বি মোড়ে জাতীয় শ্রমিকলীগ চাঁন্দগাও থানার উদ্যেগে একটি র্যালি হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। মে দিবসের প্রতিপাদ্য -‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ"
র্যালিতে উপস্তিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কালুরঘাট অঞ্চলের সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী আকবর, কালুরঘাট অঞ্চলের সহ সভাপতি জনাব গোলজার হোসেন নয়ন, জাতীয় শ্রমিকলীগ চাঁন্দগাও থানা সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধররণ সম্পাদক মোহাম্মদ নেছার উল্লাহ খান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ এনামুল হক মিঠু, এবং অন্যান্য সি বি এ, নন সিবিএ নেতৃবৃন্দ।