আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মীরসরাই এইচএসসি রেজাল্ট

মীরসরাইয়ে জিপিএ-৫ ১৭৬


শিহাব উদ্দিন শিবলু, মীরসরাইঃ চট্টগ্রামের মীরসরাইয়ে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯২.৪৬%। আলিম পরীক্ষায় পাশের হার শতভাগ। উপজেলার ৭টি কলেজের মধ্যে ভালো ফলাফল অর্জন করেছে আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ। সর্বোচ্চ ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা। উপজেলার ৮টি মাদরাসায় পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ২শত ৮৪ জন। পাশ করেছে ২৮২জন। পাশের হার ৯৯.৩০%। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ৬শ জন। এদের মধ্যে পাশের করেছে ৫৯৮জন। পাশের হার ৯৯%। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী। নিজামপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৯শ জন। পাশ করেছে ৮৩৬জন। পাশের হার ৯২.৮৯%। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। মীরসরাই কলেজের মোট পরীক্ষার্থী ৩শত ৮৩জন। পাশ করেছে ৩৬৪ জন। পাশের হার ৯৫.০৪ %। জিপিএ-৫ পেয়েছে ১১জন।

বারইয়ারহাট কলেজের মোট পরীক্ষার্থী ২শত ২৫জন। পাশ করেছে ১৭৭ জন। পাশের হার ৭৮.৬৭%। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের মোট পরীক্ষার্থী ২৯ জন। পাশ করেছে ২৮জন। পাশের হার ৯৬.৫৫%। জোরারগঞ্জ মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ১শত ২৮জন। পাশ করেছে ৭৬জন। পাশের হার ৫৯.৩৮%।

আরও পড়ুন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

লতিফীয়া কামিল মাদরাসায় পাশের হার শতভাগ। জিপিএ-৫ ৬জন। আবুতোরাব ফাজিল মাদরাসায় পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯জন। সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসায় পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদরাসায় পাশের হার শতাভাগ। জিপিএ-৫
পেয়েছে একজন। মাদবরহাট ফাজিল মাদরাসায় পাশের হার শতভাগ। শান্তিরহাট আলিম মাদরাসায় পাশের হার শতভাগ, মিঠাছরা ফাজিল মাদরাসায় পাশের হার শতভাগ। জিপিএ-৫ একজন। জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসায় পাশের হার শতভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, এবার মীরসরাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৪৯জন শিক্ষার্থী। পাশ করেছেন ২৩৫৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯৯.৪৬%। আলিম পরীক্ষায় ২৮৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে
সবাই পাশ করেছে। আলিমের পাশের হার শতভাগ। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১৭৬জন পরীক্ষার্থী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর