অনলাইন ডেস্কঃ প্রতিভাবান সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উৎসাহ দেয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের দেয়া এসব সুযোগ সুবিধা প্রান্তিক নারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, সাবেক সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব।
শনিবার (২৩ সেপ্টেম্বর) তার বাসভবনে চট্টগ্রামের নারীনেত্রী ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন নারী নেতৃত্বে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে : প্রধানমন্ত্রী
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ও মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী আনজুমান আরা, লালন পরিষদ চট্টগ্রাম
বিভাগীয় সাধারণ সম্পাদক ও সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পি মিত্র মেম্বার, নারী উদ্যাক্তা সুপর্ণা মুৎসুর্দ্দী শুক্লা, রাজনীতিবিদ আলমগীর খান, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম প্রমুখ।
এসময় চেমন আরা তৈয়ব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে প্রত্যেক শ্রেণি পেশার মানুষকে কাজ করতে হবে।’