আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম কাস্টমসের ‘ভালো অগ্রগতি’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ সদ্যসমাপ্ত অর্থবছরে সাড়ে ৬৮ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে।

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রতিষ্ঠানটি আগের অর্থবছরের চেয়ে ৫ হাজার ৯০৪ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে; প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬২ হাজার ৬৫৭ কোটি টাকা।

আরও পড়ুন এফবিসিসিআইয়ের আপত্তিতে কাস্টমস আইন সংশোধনের আশ্বাস এনবিআরের

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার সাইদুল আলম বলেন, লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও আগের বছরের চেয়ে রাজস্ব আদায় বেশি হয়েছে। আহরণের ৯ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধিকে ‘ভালো অগ্রগতি’ হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, ‘অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও রাজস্ব আদায়ের অগ্রগতি ধরে রাখতে পেরেছি।”

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এ হাউজের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। এ হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৫৩ দশমিক ২৮ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর