অনলাইন ডেস্কঃ দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা। শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে নতুন এই দাম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এতে মাত্র দুইদিনের ব্যবধানে ধাতুটির দাম কমলো ৮৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, ভরিপ্রতি মজুরি ধরা হচ্ছে ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা।
আরও পড়ুন সোনার দাম আবারো বাড়ছে
এর আগে গত ১৮ এপ্রিল সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলো বাজুস। ওইদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়ানো হয়েছিলো। এ কারণে গত দু’দিন সোনার ভরি ছিলো ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকা, যা দেশের বাজারে সর্বকালে সর্বোচ্চ। তার আগে ৮ এপ্রিল পণ্যটির দাম ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করেছিলো বাজুস।
এদিকে ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম এখন ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে সোনা ও রুপার দাম নির্ধারণ করা হচ্ছে।
Leave a Reply