আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সর্বকালের সর্বোচ্চে সোনার দাম


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে সর্বকালের সর্বোচ্চে উঠেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সম্ভাবনা আরো জোরদার হওয়ায় ধাতুটির বাজারে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে বৃহস্পতিবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ১৫৬ ডলার ৯৩ সেন্টে উঠে আসে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ১৬৫ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ধাতুটির দাম আউন্সে প্রায় ৩০০ ডলার বেড়েছে।

আরও পড়ুন ভেনেজুয়েলায় সোনার খনি ধসে নিহত ২৩

ফেডারেল রিজার্ভের চেয়ার জেরেমি পাওয়েল বলেন, ‘‌ফেডের মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য শিগগিরই অর্জিত হতে যাচ্ছে। এতে সফল হলেই সুদহার কমিয়ে আনা হবে।’

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা মনে করছেন আগামী জুনে সুদহার কমানোর ৭৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি এ সম্ভাবনা ৬৩ শতাংশ বলে জানিয়েছিলেন ব্যবসায়ীরা।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর