মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন হবে আগামি ৫ জুন (বুধবার)। ওইদিন ভোট হবে লোহাগাড়া উপজেলায়। এবার লোহাগাড়ায় তুমুল ভোটযুদ্ধ হবে বলে ধারণা করছেন লোহাগাড়াবাসী। মনোনয়ন জমা দেয়ার পর প্রতীক বরাদ্দ না পেলেও ইতোমধ্যে অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মুখর রয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন (৯ মে) তিন পদে মোট ১১ জন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
তফসিল অনুসারে, ১২ মে মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হচ্ছে আজ ১৩ মে থেকে, চলবে ১৫ মে পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।
এবার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুল কবির সেলিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
আরও পড়ুন উপজেলা নির্বাচনের ১ম ধাপে চট্টগ্রামে বিজয়ী যারা
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এমএস মামুন, হুমায়ন কবির, জমিল উদ্দিন, মো. ফরহাদুল ইসলাম।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিন আকতার সানা এবং কলাউজান ইউপির সাবেক মহিলা ইউপি সদস্য জেসমিন আকতার।
এ প্রসঙ্গে আলাপকালে লোহাগাড়া উপজেলার ভোটার তাওহীদুল ইসলাম বাবলু চাটগাঁর সংবাদকে বলেন, ‘নির্বাচন ঘিরে ইতোমধ্যে উৎসবের মতো আমেজ তৈরি হয়েছে। পাড়া-মহল্লার বাজারে চায়ের কাপে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। প্রত্যাশা করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
উল্লেখ্য, লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।
Leave a Reply