আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোখটা আমাকে দাও-আমার ভীষণ প্রিয় একটি নাটক: তানিয়া বৃষ্টি


বিনোদন ডেস্ক

এই প্রজন্মের অন্যতম আলোচতি অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার কাছে তার সাম্প্রতিক সময়ে প্রচারে আসা অনেক নাটকের মধ্যে ‘চোখটা আমাকে দাও’ নাটকটি যেন অনেকটাই বেশি প্রিয়।

নাটকটি রচনা করেছেন নির্মাণ করেছেন নাট্যকার, নাট্যনিমার্তা সাগর জাহান।
এর আগেও সাগর জাহানের পরিচালনায় তানিয়া বৃষ্টি ‘ছোবল’, ‘মিস শিউলীর প্রেমিকেরা’, ‘চাবিওয়ালা’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে তার চেয়েও যেন অনেক বেশি প্রশংসার জোয়ারে ভাসছেন সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’তে অভিনয় করে।

এই নাটকে তানিয়া বৃষ্টি একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা জোভান। নাটকটি প্রচারের পর দর্শক মহলে তার অভিনয় নিয়ে নতুন আরও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক নির্মাতাও তার অভিনয় নিয়ে বেশ প্রশংসা করেছেন।

তানিয়া বৃষ্টি অভিনয়ের দুনিয়ায় তার নিজের মতো করেই চলেছেন। তিনি তার মেধা, তার শ্রম দিয়ে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেই দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে রূপান্তরিত করেছেন। অনেক পরিচালকও এখন বলেন, তানিয়া বৃষ্টি অন্য একটা লেভেলে চলে গেছেন, ভাবাই যায়না তিনি এতো ভালো অভিনয় করেন। তার সমসাময়িক অনেক শিল্পীর চেয়ে তার স্ক্রিপ্ট মুখস্থ করার বিষয়টিও অনেকের দৃষ্টি কেড়েছে।

তানিয়া বৃষ্টি বলেন, চোখটা আমাকে দাও-আমার ভীষণ প্রিয় একটি নাটক। এই নাটকে অভিনয়ের জন্য আমার নিজেরই যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কিন্তু এই নাটকটি যেন আমার সবচেয়ে প্রিয় একটি নাটকে পরিণত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাগর ভাইয়ের প্রতি, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ চোখটা আমাকে দাও-এর পুরো ইউনিটের প্রতি। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

মহিন খান পরিচালিত ‘তোরা মানুষ হবি কবে’, সাইদুর ইমনের ‘একদিন তুমি বুঝবে’, সোহেল রানা ইমনের ‘তুমি কি সেই তুমি’, গোলাম সোহরাব দোদুলের ‘মিথ্যুক মিহির আলী’ নাটকগুলোও ইউটিউবে সম্প্রতি প্রকাশিত হয়েছে। নাটকগুলোতে তানিয়া বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার, শাশ্বত দত্ত, নিলয় আলমগীর ও আরশ খান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর