অনলাইন ডেস্কঃ উপজেলার নলুয়া শ্রীশ্রী রক্ষাকালী মায়ের ৫৭তম আবির্ভাব তিথি উদযাপন ও শুভ শিবচতুর্দশী উপলক্ষ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা আগামী ৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও অধিবাস কীর্ত্তনও অনুষ্ঠিত হবে।
শনিবার (২ মার্চ) মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিপ্লব বিশ্বাসের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আলোচনা সভা
বিবৃতি অনুসারে, আগামি ৯ ও ১০ মার্চ ষোড়শ প্রহরব্যাপী শুভ তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও ঠাকুরের রাজভোগ ও মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়েছে। এতে ধর্মপ্রাণ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দির মহোৎসব উদযাপন পরিষদ।
নামসুধা পরিবেশনায়: শ্রীশ্রী প্রভুপ্রিয়া সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্রীশ্রী শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্রীশ্রী স্বামী চিন্তাহারী সম্প্রদায়-চট্টগ্রাম, শ্রীশ্রী মহাপ্রভু সম্প্রদায়- গোপালগঞ্জ, শ্রীশ্রী রাধেশ্যাম সম্প্রদায়-গোপালগঞ্জ।
Leave a Reply