এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী জসিম উদ্দিন তালুকদার ও সিরাজুল করিম বিপ্লব। রোববার বিকেলে লালানগর ইউনিয়ন সরজমিন ঘুরে দেখা যায়, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের রাস্তা-ঘাট, অলি-গলি, চায়ের দোকান ও হাটবাজার। গানের ছন্দে মাইকে চলছে ঘোড়া- আনারস দুই প্রার্থীর পক্ষে প্রচারণা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। তারা ভোটারদের কাছে গিয়ে ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। এদিন জসিম উদ্দিন তালুকদার কুলাল পাড়া, ডালাইকুল ও রাজ্জাক শিকাদার বাড়িতে স্থানীয়দের নিয়ে পথসভার আয়োজন করেছেন।
অন্যদিকে সিরাজুল করিম বিপ্লব আকবর শিকদার পাড়া, কুলাল পাড়া ও আলমশাহপাড়া এলাকার পথসভা করেন। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোনও প্রার্থীকেই নিরাশ করছেন না।
Leave a Reply