অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে নগরীতে ১০ থেকে ১৫ মিনিটের মতো বৃষ্টি হয়েছে। এসময় কয়েকবার বজ্রপাতের ধ্বনিও শুনা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৯ টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে বৃষ্টি হলেও চট্টগ্রামে তাপমাত্রা তেমন কমেনি। আজ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি পূর্বাঞ্চলের কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
আরও পড়ুন আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
অন্যদিকে আজ যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এজন্য সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়। এসময় রংপুর ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘন্টায় সর্বেোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো যশোর ও চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়। এসময় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, আগামি শনিবারের (৪ মে) পর থেকে পরবর্তী পাঁচদিন সারাদেশে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।