আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

‘একাত্তরের গণহত্যাকে স্মরণ করিয়ে দিতে ‘গণহত্যার শিলালিপি’ বইটি অনন্য’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা বলেছেন, ‘একাত্তরের গণহত্যাকে স্মরণ করিয়ে দিতে ‘গণহত্যার শিলালিপি’ বইটি অনন্য।’

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জন্য গৌরবের। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী আমাদের এখানে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, তা এখন অনেকেই ভুলে যাচ্ছেন। স্বজনহারাদের ব্যথার কথাও আজ অনেকে ভুলতে বসেছেন। ‘গণহত্যার শিলালিপি’ বইটি একাত্তরের এই গণহত্যাকে মানুষের স্মৃতিতে ফিরিয়ে আনবে, গণহত্যার শিকার মানুষদের জন্য নিজেদের মধ্যে বেদনা জাগিয়ে তুলবে। এই বইটি প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে সংরক্ষণ করা অত্যন্ত দরকার।’

আরও পড়ুন বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃতিক উৎসব চট্টল ইয়ুথ কয়ারের

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বই বিতরণ কর্মসূচির উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

এদিন ভারতীয় হাই-কমিশন থেকে সংগৃহীত ‘গণহত্যার শিলালিপি’ বইটির একটি কপি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা ও জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. শফিউল্লাহ মজুমদারের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অরুণ চন্দ্র বণিক, লায়ন সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, রোজী চৌধুরী, সমীরণ পাল, সবির আহমদ, হানিফুল ইসলাম, প্রত্যাশা বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর