আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক

রবিবার (২৪ মার্চ) দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাতকানিয়া কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে ২৫ শে মার্চ গণহত‍্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজের অধ‍্যক্ষ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ‍্যাপক ওমর ফারুকের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়কের বক্তব‍্যে রসায়ন বিষয়ের অধ‍্যাপক হারিছ মিয়া গণহত‍্যার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় গণহত্যা দিবসের উপর স্মৃতিচারণ করে শিক্ষকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন যুক্তিবিদ‍্যা বিষয়ের অধ‍্যাপক আবুল মাসুদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিষয়ের অধ‍্যাপক বেলাল মোহাম্মদ চৌধুরী, ইংরেজি বিষয়ের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। বাঙালির বীরের জাতি। আমরা হারতে শিখিনি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশ গড়ায় অংশ নিতে হবে।”

আলোচনা সভা শেষে গনহত‍্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ‍্যাপক জনাব মুহাম্মদ হামেদ হাসান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর